কোটা সংস্কারের আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটি নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবার এই রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নামেরও পরিবর্তন চাওয়া হয়েছে।
মি. ভূঁইয়া বিবিসি বাংলাকে বলেন, “বিভিন্ন ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণে এটা প্রমাণিত যে গুলি করে হত্যার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যার নির্দেশ দেয়ায় দলটির নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়ে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি।”
একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সাথে দেশের বাইরে পাচার হওয়া ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলিরও নির্দেশ চাওয়া হয়েছে।
রিটকারি মি. ভূঁইয়া এনএনসিকে জানান, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর আগামীকালই শুনানি হতে পারে।