ছবিতে দেখা যাচ্ছে মৃত ব্যক্তিটির মুখ ঢেকে রাখা হয়নি মসজিদুল হারামে জানাযার সময় কেননা সে ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং যে ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে, সে হাজী হোক বা ওমরা পালনকারী হোক, তাকে তার পোশাকে কাফন দিতে হবে, তার মুখমণ্ডল ও মাথা অনাবৃত থাকবে ।
“রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” বলেন যখন একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যাবে……
“তাকে তার কাপড়ে কাফন দাও, এবং তার মাথা বা মুখমণ্ডল ঢেকে রাখবে না, কেননা আল্লাহ তা‘আলা তাকে কিয়ামতের ময়দানে তালবিয়া (লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ) পাঠরত অবস্থায় উঠাবেন।” -ছহিহ বুখারী