কিছুদিন ধরে প্রিন্ট বা ছাপা সংবাদপত্রের টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অবশ্য ছাপা সংবাদপত্রের বয়স কম করে হলেও ৪০০ বছর। তার আগে অবশ্য সংবাদপত্র ছিল না। তখনো কিন্তু পৃথিবী যথানিয়মে চলেছে। ছাপা সংবাদপত্রের প্রচ- প্রতাপের সময় প্রচলিত ছিল সংবাদপত্র ছাড়া দিন অচল। আজ হয়তো ছাপার সংবাদপত্রের বিকল্প আছে। তবে এটা নিশ্চিত করে বলা চলে গণমাধ্যমহীন একটি দিনও চলা অসম্ভব। আজকে যদি গণমাধ্যম মাত্র একটি দিন বন্ধ থাকে! তাহলে মানবসমাজের কী অবস্থা হবে, তা কল্পনা করা যায়! বিস্তারিত https://www.protidinersangbad.com/todays-newspaper/editor-choice/215773