পটুয়াখালীর বাউফল উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সাব্বির হোসেন (১৩) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর বড় ভাই সজীব হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। সজীবের স্বীকারোক্তিতে তাদের রান্নাঘর থেকে আজ সোমবার দুপুরে গুলিভর্তি একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সাব্বির ওই গ্রামের মো. বাবুল সওদাগরের ছেলে। সে সূর্য্যমনি নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সাব্বির আহত হয়। তখন ওই শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয় বিদ্যুতের তারে জড়িয়ে সে আহত হয়েছে। পরে আহত সাব্বিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার দিবাগত রাত একটার দিকে সাব্বিরের মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে জানানো হয়, শিশুটি গুলিবিদ্ধ। তখন থেকেই শিশুটির ভাই সজীবকে পর্যবেক্ষণে রাখা হয় এবং তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের রান্না ঘরের একটি শুকনা গাছের পাতার বস্তা থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সাব্বিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। সঠিক তথ্য উদঘাটনের স্বার্থে এর বেশি কিছু এই মুহূর্তে বলা যাবে না।
বিডি প্রতিদিন/হিমেল https://www.bd-pratidin.com/country/2024/03/11/975377