জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি যাকে বারবার চারবার দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পদে আসীন করে দেশের মানুষ ধন্য হয়েছে এবং দেশকে ধন্য করেছে। জাতির জনকের আদর্শ বাংলাদেশের মানুষ আর্থিক মহামারী থেকে মুক্তি পাবে এবং অর্থনৈতিক মুক্তি যেটা জাতির জন্য বঙ্গবন্ধু চেয়েছিলেন কিন্তু প্রতিক্রিয়াশীল স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে করতে দেয়নি তাকে সপরিবারে হত্যা করে দেশকে রসাতলে ডুবিয়ে স্বাধীনতাকে চিরতরে পরাশক্তির বেড়াজালে আবদ্ধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে বাংলার মানুষের জন্য বর্শীত হলো উত্তরসূরী নির্ভীক সৈনিক বাংলার মানুষের জন্য স্বর্গীয় দূতের ন্যায় এক ঐশ্বরিক আশীর্বাদ পুষ্ট অপরাজেয় শক্তি ধারণ ক্ষমতার অধিকারী যার চোখে মুখে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি এদেশের মানুষ দেখতে পায়। তিনি হলেন সাধারন মানুষের অন্তরের নিধি, দশলক্ষ বিতাড়িত মিয়ানমার থেকে আগত রোহিঙ্গার আশ্রয় দাত্রী জননেত্রী দেশরত্ন মানবতার মাতা শেখহাসিনা। তার অন্তরের ধন একমাত্র জনগণ ও মানুষের মনের শান্তি। যা ছিল বঙ্গবন্ধুর আদর্শের ভীত। সে পথ লক্ষ করে দেশের সিপাহ শালার নাদির সাহের মত ছুটে চলেছে দেশের উন্নয়নের দিক বিজয়ী বীর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, “বাংলাদেশের উন্নয়ন, শেখহাসিনার দুইনয়ন” মানুষের শান্তি এবং দেশের উন্নতি ধরে হিমালয় পর্বত সম বাধা তাকে টলাতে পারেনি, টলাতে পারেনি পদ্মা সেতুর কার্যক্রম বিরত রাখতে, টলাতে পারেনি মেট্রোরেল বন্ধ করতে। বিশাল উন্নয়নের প্রযেক্ট দ্রুতগতিতে চলছে তাই প্রমান করলেন জননেত্রী দেশরত্ন শেখহাসিনা বঙ্গবন্ধুর একমাত্র উত্তরসূরী।
মোঃ লাইয়েকুজ্জামান মোল্লা
এডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।