২৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ-এর সভাপতিত্বে রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ’৫২-এর ভাষা আন্দোলনে গনমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম খান নিখিল এমপি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বেসরকারী স্বেচ্ছাসেবী মানব কল্যান প্রতিষ্ঠান সিও-এর নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম । অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মোঃ ফরিদুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা উত্তর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিক্কন, ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ট্রাষ্টি বোর্ডের সদস্য. বিশিষ্ট মানবাধিকার কর্মী মোঃ জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আরিফ বাবু, কালুখালী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোক্তার হোসেন খান, জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা-এনএনসির সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাহেল আহমেদ সোহেল প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগ-এর সভাপতি ড. আবুল কালাম আজাদ।
স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ’আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২৪’ প্রদান করা হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে। সমাজসেবা ও দারিদ্র বিমোচনে বিশেষ অবদানের জন্য ’আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২৪’ পেলেন-বেসরকারী স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সিও। মানবাধিকারে বিশেষ অবদানের জন্য ’আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২৪’ পেলেন-ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ট্রাষ্টি বোর্ডের সদস্য. বিশিষ্ট মানবাধিকার কর্মী মোঃ জয়নাল আবেদীন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ’আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২৪’ পেলেন-জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি. জুরাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেল আহমেদ সোহেল। সংগীতে বিশেষ অবদানের জন্য ’আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২৪’ পেলেন-জীবন্ত কিংবদন্তি সংগীত শিল্পী বাউল বিরোহী কালা মিয়া। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ’আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২৪’ পেলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন ইঞ্জিঃ মোঃ আনোয়ার পারভেজ সাগর, কালুখালী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক. বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন খান এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস কাঞ্চন।
বাউল বিরোহী কালা মিয়া, উজ্জল হোসেন অংকুর, নাসির উদ্দিন, মেহজাবিন, ও দৌলত হাসান প্রমুখ শিল্পিবৃন্দের সুললিত সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ দেশের সংবাদিকতা পেশাগত উন্নয়নে বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের মূখ্য ভূমিকা পালন করে চলেছেন। তিনি বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।