মাননীয় প্রধানমন্ত্রী
বিনয়ের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী বিশ্ব বরেণ্য নেত্রী বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ অধ্যায়ের সূচনাকারি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৫ম বার প্রধানমন্ত্রী হিসেবে আত্মনিয়োগ করায় আমরা জামালপুরবাসীগণ আপনাকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
বঙ্গবন্ধুর হৃদয়ে লালিত স্বপ্নকে আপনি বাস্তবে রূপদান করে বিশ্ববাসীকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, তিনি কেন বাংলাদেশকে “সোনার বাংলা” ঘোষণা দিয়েছিলেন। সোঁদা গন্ধময় এই বাংলাদেশের মাটির প্রতিটি কণা বিশ্ববাসীর কাছে স্বর্ণের মতোই মূল্যবান হয়ে উঠবে আপনার সুযোগ্য রাষ্ট্র পরিচালনার সাফল্যে। দেশের প্রতিটি বিভাগ ও জেলাগুলো জ্যোতির্ময় হয়ে উঠবে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রগতিতে। আর সেই কাংখিত লক্ষ্যে পৌঁছতে যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদীর অনাকাংখিত ভাঙ্গণ কবলিত জনপদ জামালপুরের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
হে সফল রাষ্ট্র নায়ক
আপনার স্নেহধন্য সেই শিশুকাল থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ও পরবর্তিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য পদে থেকে আমাদের ছোট-বড়, তরুণ-বৃদ্ধ ও নারী-পুরুষ জামালপুরবাসী সর্ব শ্রেণী-পেশার মানুষের অন্তরে ঠাই নিয়েছেন সারমিন আক্তার ময়না। যার মাধ্যমে আমরা জামালপুরবাসীদের সুখ-দুঃখের কথা আপনার কাছে যথাযথভাবে পৌঁছাতে পারব বলে আমাদের আত্মবিশ্বাস রয়েছে। তাকে আপনার জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনে বিনয়ের সাথে বসার সুযোগ দিয়ে আমাদেরকে চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন।
আওয়ামী লীগের দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তাকে যেমন রাজপথে সম্মুখ সারির একজন সাহসী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে তেমনি নিজ এলাকার প্রতিটি জনমানুষের মনের ভাব আদান-প্রদানে একজন সহমর্মী জনদরদী হিসেবে পাওয়া গিয়েছে বলে সকলের প্রিয়জন হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
হে বিশ্ব বরেণ্য নেত্রী
আমাদের জামালপুরবাসীর পক্ষ থেকে আপনার জাতীয় সংসদের অধিবেশনে শুধু অংশগ্রহণের জন্যই নয়; আপনার গৃহিত জাতীয় পরিকল্পনা ও তার বাস্তবায়নে সারমিন আক্তার ময়না আপনাকে সামান্যতম হলেও সহযোগি হতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
অতএব, মহাত্মনের সমীপে আরজ, যাতে ময়মনসিংহ বিভাগ থেকে জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনে সারমিন আক্তার ময়না মনোনীত হতে পারে; তার বিহীত ব্যবস্থা গ্রহণে আমাদের জামালপুরবাসীদের চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
জামালপুরবাসীদের পক্ষে-
বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন সুজা (বীর প্রতীক) যুদ্ধাহত নং ৩২০ ও
বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ তারিকুজ্জামান তারেক (যুদ্ধাহত নং ৩২২)