সংবাদ মেলায় পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা কেন অংশ নিবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, ১) পুস্তক প্রকাশকরা যেমন বই মেলায় অংশগ্রহণ করে তাদের বাৎসরিক সাফল্যচিত্র সকলের সামনে তুলে ধরেন তেমনি পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা সংবাদ মেলায় তাদের বাৎসরিক সাফল্যচিত্র তুলে ধরার সুযোগ পাবেন।
২) পুস্তক প্রকাশকরা যেমন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বই মেলার আয়োজন করেন তেমনি পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসকে কেন্দ্র করে সংবাদ মেলার আয়োজন করবেন।
৩) প্রত্যেক পুস্তক প্রকাশকরা ফেব্রুয়ারি মাসের জন্য ১১টি মাস প্রতীক্ষায় থাকেন তেমনি পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা ডিসেম্বর পূর্ণ মাসটি উৎসবমুখর পরিবেশ পাওয়ার প্রত্যাশায় থাকবেন।
৪) পুস্তক প্রকাশকরা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমি প্রঙ্গণে বই মেলার আয়োজন করেন তেমনি পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রতিবছর সংবাদ মেলার আয়োজন করবেন।
৫) পুস্তক প্রকাশকরা যেমন বই মেলাকে লেখকদের মিলন মেলায় পরিণত করেন তেমনি পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা সংবাদ মেলাকে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত করবেন।
৬) বই মেলায় যেমন লেখকদের লেখার মূল্যায়ন করা হয় তেমনি সংবাদ মেলায় সাংবাদিকদের সংবাদের মূল্যায়ন করা হবে।
৭) পুস্তক প্রকাশকরা যেমন তাদের কর্মের মান উন্নয়ন, গবেষণা ও পরিকল্পনার একটি প্লাটফর্ম/ ক্ষেত্র খুঁজে পান তেমনি পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্বপূর্ণ কাজের তুলনা, উন্নয়ন, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের তথ্যের চাহিদা পূরণে তাদের করণীয় বিষয় বাস্তব ধারনা নেওয়ার জায়গা খুঁজে পাবেন।
৮) অনলাইনের ওপর নির্ভরশীল না হয়ে অনলাইনকে কাজে লাগিয়ে পুস্তক প্রকাশকরা যেমন লাভবান হচ্ছেন তেমনি অনলাইনের ধাক্কায় ছিটকে না পড়ে অনলাইনকে কাজে লাগিয়ে সংবাদপত্রকে টিকিয়ে রাখার কৌশল রপ্ত করতে পারবেন।
৯) দেশের কোন জেলায় কতটি পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়; তা যেমন এক জায়গায় এক নজরে দেখা যাবে তেমনি প্রতি বছর কতটি পত্রিকার জন্ম ও মৃত্যু হয় তার তথ্যচিত্র ফুটে উঠবে সংবাদ মেলায়।
১০) বই মেলায় জেলাভিত্তিক কোনো কার্যক্রম নেই কিন্তু সংবাদ মেলায় দেশের প্রতিটি জেলার ক্রমোন্নতির সংবাদচিত্র প্রদর্শন করা হবে যাতে এক নজরে দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যহত থাকে।
১১) বই মেলায় বই বিক্রির মাধ্যমে পুস্তক প্রকাশকরা লাভবান হন কিন্তু সংবাদ মেলায় পত্রিকা বিক্রির মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ না থাকলেও পত্রিকার পাঠক তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে সংবাদ মেলা। আর সংবাদ মেলার আয়োজন ও সাফল্যে সক্রিয় অংশগ্রহণ করবেন বিজ্ঞাপন দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান।
১২) প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে একুশের বই মেলা ও ভাষা শহীদদের মর্যাদা বিশ্বের শীর্ষাবস্থানে উন্নীত করেছেন তেমনি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী বিশ্ব বরেণ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মেলা উন্মোচন করে শহীদ বুদ্ধিজীবিদের সম্মান সংরক্ষণ ও জীবিত সাংবাদিকসহ সকল বুদ্ধিজীবিদের উপযুক্ত মর্যাদার সাথে বেঁচে থাকার ব্যবস্থা গ্রহণে বিশেষ ভূমিকা রাখতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন দেশের সকল সংবাদ মাধ্যমের সমন্বয়ে সংবাদ জাদুঘরের পরিকল্পক, জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি’র প্রতিষ্ঠাতা ও সংগ্রহ বার্তার সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ।
News Fair Song লেখার ওপর ক্লিক করে অথবা News Fair Song লিখে ইউটিউবে সার্চ দিয়ে স্বপ্নের সংবাদ মেলার থীম সংটি শুনতে পারেন।