সারাদেশের ওয়াক্ফ সম্পত্তির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা পরিদর্শনের পরে এনএনসির প্রেসিডেন্ট ঝালকাঠি জেলায় এসে এক মতবিনিময় সভায় জানান যে, সরকার জাতীয় উন্নয়নে বিশেষ অবদান সুনিশ্চিত করতে পারে দেশের ১ লাখ ৮ হাজার ৭৫০ একর ভূ-সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে। কিন্তু ৯০% ওয়াক্ফ সম্পত্তির দুরাবস্থা প্রতীয়মান। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় মহান আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পদ সুরক্ষা, সম্পদ দানকারিদের দীনদারি জীবন ইতিহাস ও ওয়াক্ফ-এর ভবিষ্যত নিয়ে গবেষণা ও পরিকল্পনা নিয়ে নতুন প্রজন্মকে যে পড়াশুনা করা প্রয়োজন; তার তাগিদেই বাংলাদেশ ওয়াক্ফ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা জরুরি।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দেশব্যাপী জেলাভিত্তিক ওয়াক্ফ সম্পত্তির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান-এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রশাসক জনাব মো. গিয়াস উদ্দিন উপ-সচিব ও সৌদি দূতাবাসের ইসলামিক এ্যাফেয়ার্সের প্রধান সা’দ আল সূয়াব হাফিজাহুল্লাহসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ।