সিরাজগঞ্জের বিমল কৃষ্ণ কার্তিক দীর্ঘ প্রায় ৪ বছর ধরে ভাত খাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন। তাকে দেখার মত কেউ কি নেই?
তার সাথে এনএনসি প্রতিনিধির কথা হলে তিনি জানান- সিরাজগঞ্জ সদর উপজেলাধীন উত্তর আলোকদিয়া আফাজ মুন্সির বাড়ির পাকা রাস্তা থেকে মহা শ্বশ্মান পর্যন্ত মাত্র ১৫৬ মিটার রাস্তার দাবিতে শতাধিক সংখ্যালঘু সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের স্বাক্ষরিত দরখাস্ত করেন উপজেলা চেয়ারম্যান বরাবরে। গত ২৯ এপ্রিল ২০১৯ইং তারিখে চেয়ারম্যান উক্ত দরখাস্তে সুপারিশ করলেও অদ্য পর্যন্ত রাস্তাটি পাকা করণের দাবি পূরণে কেউ এগিয়ে আসেনি। সেই থেকে বিমল কৃষ্ণ কার্তিক আর ভাত মুখে নেয়নি।
এবিষয়ে স্থানীয় অনেকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাহলে কি বিমল কৃষ্ণ কার্তিককে এভাবেই মারা যেতে হবে? প্রশ্ন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির।