গত ২৩ জুন দেশে প্রথম খবর পাঠে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবার। প্রায় ১মাস পরে গত ১৯ জুলাই “বাংলাদেশে প্রথম খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা” শিরোনামে জাতীয় দৈনিক প্রথমআলোর খবরে প্রকাশিত হয়।
প্রকৃত মর্যাদা প্রাপ্যদের যথাযোগ্য মর্যাদা না দিলে নাচনেওয়ালা আর নাচনেওয়ালিরাই এদেশে নেতৃত্ব দিবে; এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন এনএনসির প্রেসিডেন্ট আলহাজ্ব মাসুম বিল্লাহ।