বিবিএসের জরিপঃ দরিদ্র সবচেয়ে বেশি বরিশালে, কম চট্টগ্রামে –সমকাল
বরিশাল বিভাগে দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। গ্রামীণ বা নগর দারিদ্র কোনও বিবেচনাতেই বরিশালের অবস্থান ভালো নয়। এ বিভাগে মোট জনসংখ্যার ২৬ দশমিক ৯ শতাংশই দরিদ্র, যা জাতীয় হারের অনেক বেশি। জাতীয় পর্যায়ে দারিদ্রের হার ১৮ দশমিক ৭ শতাংশ। বরিশালের পর এ সূচকে রয়েছে রংপুর বিভাগ। বিস্তারিত ইত্তেফাকে