স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের ডিএমপি-১ প্রধান পিলারের ৯ নম্বর উপপিলারের ভারতের ১০১ ফুলকারডাবরী ও বাংলাদেশের আঙ্গোরপোতা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৫ থেকে ৭ জনের একটি দল ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। ওই দলের মধ্যে গৌতম বর্মনও ছিলেন। এ সময় কোচবিহার জেলার রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গৌতম বর্মন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের কুচলিবাড়ী থানা পুলিশ বিএসএফের সহায়তায় ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে নিয়ে যায়। বিস্তারিত ঢাকাপোস্টে ও বাংলাদেশজার্নালে