দীর্ঘ এক দশক পর রাজধানীতে সমাবেশ করেছে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ করেছে দলটি। সেই সমাবেশ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তারা। –যুগান্তর
সমাবেশের অনুমতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ প্রসঙ্গে তাহের বলেন, ‘আমি পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, জামায়াতে ইসলামী তার কোনো সমাবেশে, মিটিংয়ে, কোথাও নিজে থেকে কোনো কিছু হওয়ার সম্ভাবনা অতীতে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। যদি কিছু হয়, সেটা হয় স্যাবোটেজ, বাইরে থেকে উসকানিমূলক, ষড়যন্ত্রমূলক।’ –প্রথমআলো
জামায়াতে ইসলামীর এই সভায় দলের তিন দফা দাবি তুলে ধরা হয়। ঢাকা মহানগরের নায়েবে আমির হেলালউদ্দিন, “তিনটি দাবিতে মিলিত হয়েছি সমাবেশে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে হবে, জামায়াতের নেতাদের মুক্তি দিতে হবে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।” বিবিসিবাংলা