দারোগা পুলিশের নানা কাহিনী পুরাতন বই খুললেই পাওয়া যায়। সেসব পুরাতন পুলিশি যুগের কথা এখনো যেসব এলাকা থেকে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়; তন্মধ্যে ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া থানা একটি।
বিগত সালে এক সাংবাদিকসহ এলাকার অনেকের সাথে নবাবী আচরণের প্রেক্ষিতে তৎকালীন সেই ওসিকে ক্লোজ্ড হতে হয়েছিল। তারপরেও এ থানায় নিয়োগ পেয়ে আসা কতক পুলিশ সদস্যদের আচরণে ক্ষুব্ধ এলাকাবাসি। তারই এক বাস্তবতার উদাহরণ কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মাসুদ মিঞাজীর সাথে কাঠালিয়া থানার পুলিশ সদস্যদের আচরণ। সাংবাদিকের গুরু সিনিয়র সেই সাংবাদিক কোনো সংবাদ মাধ্যমে নিজ থানার দুর্নাম না করে নিজের ফেসবুক আইডিতে যেটুকু চাঁপা কষ্টের কথা লিখেছেন সেটুকু পড়েই কাঠালিয়ার সচেতন মহল সংক্ষুব্ধ নির্বাক নিস্তব্ধ। এমন অনাকাংখিত আচরণ বিধি থেকে বেরিয়ে আসতে না পারলে অত্র থানা পুলিশের প্রতি জনসাধারণের অনাস্থা দিনদিন বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
ডিজিটাল থেকেও উন্নত ও আধুনিকতায় এগিয়ে চলা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করছে দেশের ১৮ কোটি মানুষ। সেই স্বপ্নের স্মার্ট দেশের শিক্ষায় সেরা জেলা ঝালকাঠির কাঠালিয়া থানার শুধু অবকাঠামোগত উন্নতিই নয়; বরং এ থানায় নিয়োজিত পুলিশ সদস্যদের আচরণ উন্নয়নের প্রত্যাশা কাঠালিয়াবাসি সকলের।