কাউকে ভালোবাসার পর মানুষের ভেতর তৈরি হয় অদ্ভুত এক ঘূর্ণন, যার কেন্দ্রে থাকে ভালোবাসার মানুষটি। কেন্দ্রমুখী বলের টানে সে তার কাছে ফিরে আসে বারবার। গোটা পৃথিবীর সব কোলাহল থেকে মুখ ফিরিয়ে নিয়ে স্থির হয় প্রেমের কাছে। কিছুই আর আগের মতো থাকে না তার। জীবনের গতিপথ বদলে যায়। বদলে যায় চেনা জগৎ। হুমায়ুন আজাদ তো কবেই বলেছেন, ‘আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার।’ সত্যিই তা–ই। যেন আর কোথাও কেউ নেই, কোথাও যাওয়ার নেই। তসলিমা নাসরিনের কবিতার মতো কেবলই মনে হয়, ‘কী হচ্ছে আমার এসব!/ যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই…।’ বিস্তারিত প্রথমআলোয়