যখন গ্রামের ট্যাক্স কালেক্টর তার বাড়ীতে আসে তার কাছে স্তনকর চাইতে, তখন নাঙ্গেলী তাকে কিছুক্ষণ বসতে বলে সে অন্যঘরে যেয়ে একটা কলাপাতা ঘরের মেঝেতে বিছিয়ে মঙ্গল প্রদীপ জ্বেলে প্রার্থনা করতে বসে। প্রার্থনার কিছুক্ষণ পরে নাঙ্গেলী নিজের স্তন ধারালো অস্ত্র দিয়ে কেটে ওই কলাপাতায় মুড়ে ট্যাক্স কালেক্টরের হাতে দেয়। কাটা স্তন দেখে ট্যাক্স কালেক্টর চমকে ওঠে। ট্যাক্সের বদলে কাটা স্তন! বিস্তারিত প্রভাতফেরী, চ্যানেলআইঅনলাইন ও উইকিপিডিয়ায়
ঘর থেকে শুরু করে জীবন চলার প্রতিটি পদক্ষেপে প্রতিবন্ধকতা নিয়ে আমাদের চলতে হয়। কিছুিই সহজ লভ্য নয় এই দেশে। কিছু পেতে হলে কিছু দিতে হয়; গিভ এন্ড টেকেন ওয়েতে আর চলা যাচ্ছেনা। জীবনের সঞ্চয় বলতে কিছুই থাকছেনা সাধারণের। তাই মরণ যাত্রায়ও মিলেনা সরল রাস্তা।
প্রতিবাদ না হয় নিরবে সহ্য করে যাওয়াই কি বাঙালির জীবন?