বিয়ের কিছু দিন পরই একটি খুনের মামলায় গ্রেপ্তার হন স্বামী। পরে সেই মামলায় দোষী সাব্যস্ত হন। এরপর প্রায় সাত বছর ধরে জেলে রয়েছেন ওই ব্যক্তি। তবে মা হওয়ার আকাঙ্ক্ষায় এবার স্বামীর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন স্ত্রী। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। বিস্তারিত বাংলাদেশজার্নালে
একই সংবাদ ২০২২ সালের ১৬ এপ্রিলে সমকালে ওই নারীর আবেদনে অবশ্য সাড়া দিয়েছে হাইকোর্ট
মা হতে চান স্ত্রী। কিন্তু তার স্বামী জেলে বন্দি রয়েছেন। যাবজ্জীবন সাজা খাটছেন। এই অবস্থায় মাতৃত্বের অধিকার চেয়ে ভারতের জোধপুর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক নারী। মাতৃত্বের অধিকার দাবি করা ওই নারীর আবেদনে অবশ্য সাড়া দিয়েছে হাইকোর্ট। তার স্বামীকে শর্ত সাপেক্ষে (প্যারোলে) ১৫ দিনের জন্য মুক্তি দিয়েছে আদালত।