২০০২ সালে সৌদি প্রবাসী মাসুম বিল্লাহ দেশে ফিরে এসে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠিত নিউজিয়াম বা নিউজ মিউজিয়ামের ন্যায় ঢাকায় একটি সংবাদ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ঢাকা ট্রমা সেন্টার, ডেফোডিল গ্রুপ ও প্রাণ আরএফএল গ্রুপের মত বড় বড় কোম্পানীতে চাকরির পাশাপাশি তার স্বপ্নের সংবাদ জাদুঘর প্রতিষ্ঠায় নীরবে নিভৃতে কাজ করে যান।
২০০৯ সালে সংবাদ জাদুঘর স্থাপনের লক্ষ্যে National News Collection Foundation জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি প্রতিষ্ঠা করেন। অত্র ফাউন্ডেশন যখন দেশের সকল সংবাদপত্র থেকে বিষয়ভিত্তিক সংবাদ সংগ্রহ কার্যক্রম শুরু করে তখনই একটি প্রকাশনার প্রয়োজন দেখা দেয়। আর সে প্রয়োজনের তাগিদে সংগ্রহ বার্তা নামের পত্রিকার সূচনা হয়।
২০১০ সালে সংগ্রহ বার্তা ডিক্লারেশন প্রাপ্ত হয়। যে পত্রিকায় দেশের সকল সংবাদপত্রের বিশেষ বিশেষ সংবাদ একত্রিত করে সংবাদচিত্রে বাংলাদেশ দেখানোর প্রচেষ্টা অব্যহত রয়েছে। অর্থের অভাবে বর্তমানে ম্যাগাজিন আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছেনা বিধায় sangrahabarta.com নিউজ পোর্টালে নিয়মিত বিষয়ভিত্তিক সংবাদ সংগ্রহ চলছে। প্রতিদিনের সব অসঙ্গতির খবর সংগ্রহ করে সংবাদচিত্রে বাংলাদেশ প্রকাশ করে যাচ্ছে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি।
২০১১ সালে দেশে প্রথম জাতীয় সংবাদ মেলার উদ্যোগ গ্রহণ করে এনএনসি ফাউন্ডেশন। যেই মেলার সাফল্যে দেশ বরেণ্য গুণিজনরা এগিয়ে আসেন। বই মেলা ও বাণিজ্য মেলার মত সংবাদ মেলার স্থায়ী জায়গার জন্য সরকারের কাছে উদ্যোক্তা আবেদন করেন।
২০১২ সালে উদ্যোক্তার আবেদনের প্রেক্ষিতে ৪৩নং কাকরাইল, ঢাকায় জাতীয় সংবাদ মেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত সচিবের কাছে মহামান্য রাষ্ট্রপতির পত্র (নং০১,০০,০০০০,০১১,৩২,০০১,১২-২১) প্রেরিত হয়।
২০১৯ সালে ফের সরকারের গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলীর কাছে রাজধানী ঢাকার রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় সংবাদ মেলা আয়োজনের লক্ষ্যে দৈনিক সংবাদপত্র সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনী কার্যক্রম পরিচালনার জন্য আবেদন করেন।
২০২০ সালের ফেব্রুয়ারির ২ তারিখে উক্ত আবেদনের প্রেক্ষিতে ঢাকা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত অনুমতি পত্র (স্মারক নং ২৯৩৮) উদ্যোক্তার হস্তগত হয়। যেখানে এখন দেশের সকল সংবাদপত্র সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনী কার্যক্রম পরিচালনার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০২৩ সালে জাতীয় সংবাদ মেলা উদযাপনের মধ্যদিয়ে স্বপ্নের সংবাদ জাদুঘর সকলের জন্য উন্মুক্ত করার কাজ চলছে। যেখানে শুধু পুরান পত্রিকা আর প্রয়াত বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষিত হবেনা; বরং বর্তমান বুদ্ধিজীবীদের অবদানের সচিত্র প্রতিবেদন জাতির সামনে প্রতিবছর তুলে ধরা হবে। দৈনন্দিন সংবাদচিত্রে বাংলাদেশের ক্রমোন্নতি অবলোকনে সরকার ও জনগণ কর্তব্য পরায়ণ হয়ে উঠবে। ফলে জাতীয় উন্নয়নের চাকা সচল রবে। জেলাভিত্তিক ক্রমোন্নতির অব্যহত ধারায় সোনার বাংলার প্রতিটি নাগরিকের জীবন হয়ে উঠবে সুখী ও সমৃদ্ধ।
প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অব:) শওকত আলী, এম.পি লিখে গেছেন- দেশের সকল সংবাদ মাধ্যমের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার ক্রমোন্নতির সংবাদচিত্র প্রদর্শনের লক্ষ্যে মাসুম বিল্লাহর দীর্ঘ গবেষণা প্রসূত জাতীয় এই উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এম.পির বাণীর উল্লেখযোগ্য অংশ- জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বিশ্ব বরেণ্য নেত্রী শেখ হাসিনার হাত দিয়েই সংবাদ জাদুঘর প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সমূহ এলাকাভিত্তিক প্রদর্শন করা হবে। প্রত্যেক এলাকা উন্নয়নের দায়িত্বশীলগণ তাদের কর্মের সাফল্য সংবাদচিত্রে দেখতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এম.পির বাণীর উল্লেখযোগ্য অংশ- ন্যাশনাল নিউজ কালেকশন (এনএনসি) ফাউন্ডেশন দেশের সকল সংবাদ মাধ্যমের সমন্বয়ে সংবাদ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ গহেণ করেছে জেনে আমি আনন্দিত।
জাতীয় সংবাদ মেলা, সংবাদ জাদুঘর ও সব সংবাদপত্রের সংগ্রহ বার্তায় আপনার সক্রিয় অংশগ্রহনের দাবি রাখে। বিস্তারিত তথ্যের জন্য সরাসরি মোবাইলঃ 01711228595 fb ID: Alhaj Masum Billah & Email: masumbillaheditor@gmail.com