স্পষ্টতই জগতের মানুষ দুই রকম—কারও কাছে আশা বা স্বপ্ন একধরনের বিভ্রম, মরীচিকা; আরেক দলের কাছে আশা জীবনেরই অন্য নাম। আশা-নিরাশার পরস্পরবিরোধী অবস্থান থেকে চূড়ান্ত বিচারে কিন্তু জিতে যায় আশাবাদী স্বাপ্নিক মানুষের দল। মানুষ আশায় বাঁচে। বাঁচে স্বপ্নের শক্তিতে। স্বপ্ন থাকে বলেই মানুষ হারতে হারতে জিতে যায়। ধ্বংসের প্রান্ত থেকে ঘুরে দাঁড়ায় নির্মাণের নতুন নকশা বুকে নিয়ে। কেবল স্বপ্নকে সম্বল করে কলের শ্রমিক, খেতের মজুর, খেটে-খাওয়া প্রান্তিকজন হয়ে ওঠেন রাষ্ট্রনায়ক। কিংবা পৃথিবী বদলে দেওয়া পরিবর্তনের রূপকার। বিস্তারিত প্রথমআলোয়