সাদা রঙের বিড়ালটির নাম সিলভার। ১১ মাস ধরে নিজের পরিবারের সদস্যের মতোই বিড়ালটিকে লালন–পালন করছিলেন মডেল জায়নাব খুশবু। বিড়ালটি মঙ্গলবার রাজধানীর বনানীর বাসা থেকে হারিয়ে গেছে। পরে বিড়ালের সন্ধান চেয়ে বুধবার বনানী থানায় অনলাইনে জিডি করেছে তাঁর পরিবার। বিস্তারিত প্রথমআলোয়