ইচ্ছে ছিলো রানী হবো
মনের রানী তার,
মনের ইচ্ছে মনে রইলো
কী যে করি আর।
ভাগ্যের চাকা নয়তো ঘোরে
আসল চাকার মতো,
তাইতো আমি হতাশ হয়ে
ব্যাথিত আজ কতো।
মনের কথা মনের মাঝে
চেপে রাখি যত,
হৃৎপিণ্ডের যন্ত্রনাটা
বেড়ে চলে ততো।
সুখপাখিটা ধরতে আমি
ঘুরি পিছু পিছু,
পাখিটা খুব দুষ্টু বটে
নাগাল পাইনা কিছু।
সুখ সুখ বলে আর
ভেবে পাইনা কিছু,
অসুখটা তাই চেপে ধরেছে
ছাড়ছে না মোর পিছু।
অল্পতে আজ তুষ্ট আমি
হৃদয় করে শান্ত,
অবশেষে সুখপাখিটা
ধরতে হলাম ক্ষ্যান্ত।