অগণিত গণমাধ্যমের দেশে প্রতিদিন কতটি শিশুর জন্ম হয়? একইসাথে প্রতিদিন কতজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? কতজন তালাকপ্রাপ্তা হয়? কতজন না ফেরার দেশে চলে যায়? কারো কি জানা আছে?
জানার অধিকার প্রতিটি নাগরিকের আছে। গুরুত্বপূর্ণ ৪টি তথ্য না জানার কারণে নাগরিকের জীবন কাঙ্খিত মানোন্নয়ন হচ্ছেনা। ৫৬ হাজার বর্গ মাইলের এই ভূখন্ডে কতজন আসলো আর গেলো? এসে আবার বংশবৃদ্ধিতে অংশগ্রহণ করলো কতজন? কতজন নীড়হারা নারী কোথায় কিভাবে বেঁচে আছে? এসবের খরব ছাপায় কে?
এসব প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি। এনএনসির প্রকাশনা সংগ্রহ বার্তার অনলাইনে কাজ শুরু করে দিয়েছে। শুরুতেই সংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ রইল।
বিস্তারিত জানতে সরাসরি উদ্যোক্তার সাথে কথা বলুন- 01711-228595 নাম্বারে।