বাবা তোমাকে ছাড়া আমাদের প্রথম এই রমজান। বাবা কতবার যে তোমাকে ডাকতে গিয়ে নিশ্চুপ হয়ে যাই। ইফতার ও সেহরির টেবিলে বারবার তোমায় ডাকতে গিয়ে থেমে যাই।
আজ আমার মাথার উপরের বটবৃক্ষের ছায়াটা কোথায় যেনো হারিয়ে গেছে। আজ আমার ভরসার জায়গাটা কোন পথে গিয়ে মলিন হয়ে অন্ধকারে ডুবে গিয়েছে। বাবা আমাকে তুমি মাপ করে দিও। তুমি আছো আমার হৃদয় জুড়ে।
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া মালিকুল মুলক,হে আল্লাহ তোমার এই পবিত্র নাম গুলোর উছিলায় তুমি আমার দোয়া কবুল করো। রাব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা। এই পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তা’আলা সকল কবরবাসিকে নাজাত দান করেন। তাই মহান রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ এই পবিত্র রমজান মাসে আমার ইবাদত গুলো কবূল করে নিন, মাবুদ আর এর থেকে যতো নেকি হয়েছে তা হাজার কোটি গুণে বাড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আপনি এই দুনিয়ায় যতো নবী রাসুলগণ পাঠিয়েছেন তাদেরকে এবং আপনি আমার বাবার আমলনামায় ও আমার পূর্ব পুরুষদের আমলনামায় বখশিশ করে দিন। ও তাদের কে এই নাজাতের উসিলায় নাজাত দিয়ে দিন। আর তারা জানা, অজানা, বুঝে, না বুঝে, যতো গুনাহ করেছেন তা মাপ করে দিন তাঁদেরকে জান্নাতবাসি করুন। আমীন। আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি দয়ার সাগর, আপনি ক্ষমাশীল, আপনি আমার বাবাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন…