৯০% শতাংশ মুসলমানদের বাংলাদেশ। পবিত্র কোরআন নাজিলের পূর্বের মাস থেকেই রমজানের ফজিলতের বয়ান/ খুৎবা শুরু হয়। মসজিদের শহর রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রায় ৩ লাখ মসজিদে খুৎবা/ বয়ানে রমজানকে স্বাগত জানান হয়। মহান আল্লাহর বাণী পবিত্র কোরআন নাজিলের মাসের ফজিলতের ওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবেও শোনা যায়। এতকিছুর পরেও সংবাদচিত্রে দেখা যায় দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলছে।
সিয়াম সাধনার সর্বোচ্চ মূল্যায়নের দিনক্ষণ মহামান্বিত লাইলাতুল কদরের পূর্বের দিনেও দেশে হত্যা, আত্মহত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার খবর দেশের গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।
রাজনৈতিক এবং অপরাধ বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করেন, ১০০% মুসলিম দেশ হলেও যদ্দিনে না জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে ততদিন কোন প্রভাবশালী ব্যক্তি, গোষ্ঠি বা দলের দ্বারা অপরাধ দমন করা সম্ভব হবে না। কোনো দেশেই আইনের শাসন প্রতিষ্ঠায় কখনোই পূর্ণতা পায়না জাতীয় ঐক্য ছাড়া।
হত্যাকান্ডতো দূরের কথা; আর যাতে দেশের মাটিতে মুসলিম অমুসলিম কোন নাগরিকের এক ফোটাও রক্ত না পড়ে তার জন্য সোচ্চার হতে হবে। অপরাধের অভয়ারণ্যে পরিণত হওয়ার আশঙ্কা থেকে দেশকে রক্ষায় আজ মহামান্বিত লাইলাতুল কদরে জাতিকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে আল্লাহর দরবারে মোনাজাত করতে হবে।