ভোলার বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হলেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। –jugantor
লালমনিরহাটের হাতীবান্ধায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই জহুরুল ইসলামের (৪০) লাঠির আঘাতে আহত ছোট ভাই জাকেরুল ইসলাম ওরফে মিস্টারের (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। –আজকেরপত্রিকা
দিনদিন দেশে অপরাধ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে; যা এনএনসির নিত্যদিনের সংবাদচিত্রে পরিস্কার হয়ে উঠছে। সংযম ও সংবরণের বাস্তব শিক্ষা গ্রহণের মহামান্বিত এই মাসের পরে দেশ আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে বিজ্ঞ মহল আশঙ্কা প্রকাশ করছেন।
স্বাধীন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি প্রধান আলহাজ্ব মাসুম বিল্লাহ বলেন, বিশ্ব ব্যাংক তথা গোটা বিশ্বকে পরোয়া না করে আপন সিদ্ধান্তে অনড় থেকে দেখিয়ে দিয়েছেন বাঙালি কতটা দৃঢ় মনোবলের জাতি। কর্দমাক্ত পথকে পিঁচঢালা আর হেরিকেন যুগের সমাপ্তি ঘটিয়ে গ্রামেগঞ্জে বিদ্যুতের আলোয় ভরিয়ে দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশের তালিকায় তুলে আনায় আপনার নাম বাংলার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাংলার ইতিহাসের স্বর্ণযুগ উপহারে আপনার কাছে আমাদের একটি মাত্র দাবি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের।
জাতীয় কল্যাণে এই একটি মাত্র দাবি পূরণে আপনার বংশধররাও স্বসম্মানে সুখ ও সমৃদ্ধ বাংলাদেশে নিরাপদে থাকার সুযোগ পাবে। অন্যথায় এদেশ আবার অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে; যা আপনি ছাড়া রুখে দেওয়ার মতো আরেকজন সাহসী রাষ্ট্র নায়ক খুঁজে পাওয়া দায় হবে বাঙালির।