একমাত্র কন্যা সুমাইয়া খাতুনের (১১) জন্য ঈদের জামাকাপড় কিনে বাড়ি ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী মনজুর কাদিরের (৪০)। শুধু কন্যা নয়, স্ত্রীসহ পুরো পরিবারের জন্য ঈদের কেনাকাটা করে বাড়িতে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে বাড়িতে ফিরেছে মনজুর কাদিরের প্রাণহীন নিথর দেহ। –dhakapost