দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মিজানুর রহমান বলেছেন, প্রতি বছর ঢাকা শহরে এক লাখের বেশি নতুন ভবন নির্মিত হয়। এরমধ্যে স্ট্রাকচারাল ডিজাইন পাস করা ভবনের সংখ্যা ১০ হাজারও হবে না। দেখতে ভালো হলেও এগুলো স্ট্রাকচারাল ডিজাইনের নয়। এসব সুপারভাইজ করার মতো লোকও নেই। থাকলেও কারো আগ্রহ নেই। তিনি বলেন, এসব বললে সরকারেরই অন্য সংস্থার বদনাম হয়। আসলে এগুলো করার কথা রাজউকের। কিন্তু রাজউক সেটা করেও না, করছেও না, করতে পারেও না। আল্টিমেটলি আমরা সবাই ঝুঁকিতে, অতি ঝুঁকিতে আছি। বিস্তারিত বাংলাট্রিবিউনে