খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে অনেক নিম্ন-আয়ের মানুষ এখন বাসায় রান্না না করে কম দামি খাবারের দোকানে ঝুঁকছেন। পরিবার নিয়েও অনেকে খাচ্ছেন এসব দোকানে। অন্যদিকে খরচ কমাতে যারা আগে ভালো মানের হোটেলে খেতেন তারাও ফুটপাতের খাবারের দোকানে খাচ্ছেন। দোকানিরা বলছেন, অনেক ধরনের মানুষই খেতে আসে। তবে বেশির ভাগই ভাজি-ভর্তাসহ কম দামের খাবারের দিকে ঝুঁকছেন। আর বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, দিনমজুরসহ ছিন্নমূল মানুষও এসব খাবার খাচ্ছেন। তবে নিত্যপণ্যের দাম বাড়ায় খাবারের মানও কমেছে, বিক্রিও কমেছে বলে জানিয়েছেন তারা। বিস্তারিত ইত্তেফাক