বর্তমানে পূর্ব নোয়াগাঁও গ্রামের বয়স ২০০ বছর। এখন পর্যন্ত আমাদের গ্রামে একটিও মামলা হয়নি। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছি, যাতে কোনো হানাহানি নেই, বিদ্বেষ নেই। যেকোনো ঘটনা ঘটলে গ্রামের সর্দারের নেতৃত্বে বৈঠকে বসে উপযুক্ত ফয়সালা করা হয়, তাতে অভিযোগকারী যেমন খুশি হন, তেমনি অভিযুক্তও খুশি হন। গ্রামের প্রায় ৮০ শতাংশ ঘটনায় এমনটা হয়ে থাকে। বাকি ২০ শতাংশ ঘটনা বড়জোর চেয়ারম্যান অফিস পর্যন্ত যায়। সেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাধান করেন। যার ফলে কাউকে থানা কিংবা আদালতের দ্বারস্থ হতে হয় না। বিস্তারিত ঢাকাপোস্টে