রাজধানীতে হয়তো চোখে পড়ছে না রক্তিম পলাশের প্রস্ফুটন, অশোককুঞ্জও নেই এখানে। কোকিলের ডাকের বদলে অগুনতি যানবাহনের হর্নের কর্কশ শব্দই কান ঝালাপালা করে দেবে রোজকার মতোই। তবু আজকের দিনটি রোজকার মতন নয়। আজ বসন্ত। কবিগুরুর ভাষায়, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।/ তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/ কোরো না বিড়ম্বিত তারে।’ সুতরাং প্রাণে প্রাণে মহামিলনের মহোৎসবে মেতে উঠবে আজ অগণিত জন। কারণ, আজ ভালোবাসারও দিন। এসেছে ভালোবাসার ডাক। বিস্তারিত প্রথমআলোয়