বাংলাদেশের অন্যতম পুরনো জাতীয় পত্রিকা দৈনিক জনতার সম্পাদক ও কবি আহসান উল্লাহ্ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবার শোকাহত।
এভাবেই একে একে দেশ বরেণ্যদের বিদায়ের খবর ছাপা হয়ে আসছে। নিষ্ঠুর এই বাস্তবতাকে মেনে নিতে হবে। তবে দেশে একটি সংবাদ জাদুঘরের পরিকল্পনা নিয়ে আসা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি দেশের সকল সম্পাদকদের জীবনী সংগ্রহ করছে। এনএনসির সংগ্রহে সম্পাদকদের জীবনী সংশোধন চলছে। প্রত্যেক সম্পাদকের জীবনী নিজ দায়িত্বে সংশোধনের জন্য অনুরোধ করা হল।