আলো বলে, অন্ধকার, তুই বড় কালো; অন্ধকার বলে, ভাই, তাই তুমি আলো।
কমপক্ষে ২টি সমজাতীয় বিষয় বা বস্তু ব্যতিরেকে ভাল মন্দ কিংবা ভুল শুদ্ধ বিচার করা যায়না। তাই দেশবরেণ্য বুদ্ধিজীবিদের প্রতিষ্ঠিত সকল সংবাদ মাধ্যমের সমন্বয়ে গড়ে ওঠছে সংবাদ জাদঘর। যেখানে কোন কাননের কোন ফুল কখন কিভাবে ঝরছে; তা তাৎক্ষণিক দেখার সুযোগ থাকছে।
রঙ আর সৌন্দর্যের তারতম্যের বিচারে নয়; বরং ন্যায় বিচারের ভিত্তিতে সব রকমের ফুলদের নিজ নিজ অবস্থানে আপনমনে ফুটে সৌরভ ও সৌন্দর্য ছড়াতে পারবে। কেউ কারোর প্রাণেতো দূরের কথা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেনা। পুষ্পতুল্য প্রতিটি নাগরিকের সুখ ও সমৃদ্ধ জীবন যাপনে অপার সম্ভাবনার দ্বারোন্মোচিত হবে সংবাদ জাদুঘরের মাধ্যমে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সোনালী এই যুগেও নির্ভয়ে বৈশ্বিক গ্রামে ঘুরে বেড়ানোর আশা অপূর্ণই থেকে যাচ্ছে। সকালের ফোটা ফুলের ঝরে পড়ার নির্ধারিত সময় সন্ধ্যার আগেই বৃন্দচ্যুতি। আবার সন্ধ্যায় ফোটা ফুলেরা সকালের শুভ্র আলোয় অবগাহনের আগেই অন্ধকারে হারিয়ে যাওয়ায় বিশ্ব বুদ্ধিজীবিদের ভাবিয়ে তুলছে। বিশ্বোন্নয়নের ভাবনায় যেসব বুদ্ধিজীবিরা নির্ঘুম; তাদের কাছেই থাকছে সংবাদ জাদুঘরের পরিচালনার দায় দায়িত্ব।
শুরুতেই সঙ্গে থাকতে ০১৭১১-২২৮৫৯৫ এ যোগাযোগ করার আহবান জানান মাসুম বিল্লাহ, সম্পাদক- সংগ্রহ বার্তা