যেসব শিশু দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি থাকে, তাদের পড়াশোনার ক্ষতি হয়। অনেকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে না পেরে পিছিয়েও যায়। এই সংকট দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়। হুরিয়েত ডেইলি নিউজ–এর খবরে বলা হয়েছে, দেশটির শিক্ষামন্ত্রী মাহমুত ওজার ঘোষণা দিয়েছেন, ৮১টি প্রদেশেই হাসপাতালগুলোয় শ্রেণিকক্ষ খোলা হবে। এসব কক্ষে হাসপাতালে থাকা শিশুদের পড়ানো হবে। -বিস্তারিত প্রথমআলোয়