দেশে গত বছর স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের মধ্যে প্রতি মাসে গড়ে ৩৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের বেশির ভাগেরই বয়স ১৩ থেকে ১৯ বছর।
বিভিন্ন গণমাধ্যমে গত বছর প্রকাশিত আত্মহত্যার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান আঁচল ফাউন্ডেশন। আজ শুক্রবার ‘স্কুল ও কলেজ শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা; সমাধান কোন পথে’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত প্রথমআলোয়
সারা দেশে গত এক বছরে (২০২২) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে তথ্য উঠে এসেছে এক সমীক্ষায়। এই ৪৪৬ জনের মধ্যে স্কুল ও সমমান পর্যায়ের ৩৪০ জন এবং কলেজ পর্যায়ের ১০৬ জন শিক্ষার্থী। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন ২০২২ সালে। বিস্তারিত যুগান্তরে