এম জহিরুল ইসলামের পোস্ট থেকেঃ
আমার বাবা মারা গেছেন ১৯৯২ সালে। তখন আমার বয়স মাত্র ১০ বছর। তখন থেকে আমার বাবা-মায়ের ভূমিকা পালন করেছেন মা। আমাদের ছোট তিন ভাইবোনকে কখনো বাবার অভাব বুঝতে দেননি। পড়াশোনা করিয়েছেন, ছোট বোনকে বিয়ে দিয়েছেন। আমাকে অর্থনৈতিক সাপোর্ট দিতেন। বলতেন, ‘আমি তোদের মা, আমিই তোদের বাবা, যেকোনো প্রয়োজন আমাকে বলবি’। বাড়িতে একটা ভালো তরকারি রান্না হলে, টিফিন ক্যারিয়ার ভরে ঢাকায় (আমার বাসায়) নিয়ে আসতেন, আমাকে না খাইয়ে তিনি খেতে পারতেন না।
গত রোববার রাতে আমার মা ইন্তেকাল করলেন। সোমবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে নিজ হাতে দাফন করলাম। আজ মায়ের কুলখানি শেষ করে ঢাকায় ফিরলাম। আগে ঢাকায় ফেরার পথে কয়েক বার ফোন করে খবর নিতেন, ঠিক মত বাসায় পৌছেছি কিনা। এখন আর খবর নেওয়ার মত কেউ রইলো না।
সবাই দোয়া করবেন-
মহান আল্লাহ পাক যেন আমার মাকে জান্নাতবাসী করেন।