সাভারে চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি। বিস্তারিত ইত্তেফাকে
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বিসিক চামড়া শিল্পনগরীতে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ও বিসিক চামড়া শিল্পনগরী এবং সিইটিপি পরিদর্শনও করেন। বিস্তারিত ঢাকাটাইম্সে
এসময় তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিটিএ ও বিএফএলএলএফইএ’র প্রতিনিধি এবং ট্যানারি মালিকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ট্যানারি মালিকরা পরিবেশের TDS এর ব্যাপারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব এর সাথে আলোচনা করে এ সমস্যার সমাধান করতে পারেন। ট্যানারি শিল্পনগরীর সমস্যাগুলো চিহ্নিত করে শিল্পসচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজনের ব্যাপারে মুখ্য সচিব নির্দেশনা প্রদান করেন। বিস্তারিত ভোরেরকাগজে
তিনি আরও বলেন, বিসিক ইচ্ছা করলে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ফান্ড নিয়ে একটি তহবিল গঠন করতে পারে। একই সঙ্গে তিনি ট্যানারি মালিকদের বিনিয়োগ পরবর্তীসময়ে সেবার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। মুখ্য সচিব আরও বলেন, আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে আমরা সহজেই কমপ্লায়েন্স অর্জন করতে পারবো ও এ সমস্যার সমাধান হবে। বিস্তারিত বাংলাপ্রেসে