নৈতিক শিক্ষা ছাড়া আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা পূর্ণতা লাভ করতে পারে না। শিক্ষা অপূর্ণাঙ্গ হলে সে শিক্ষা সমাজ বা মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে না-পারাটাই স্বাভাবিক। যে শিক্ষা সফলতার মুখ দেখাতে পারে না, এমন শিক্ষা দেওয়া বা নেওয়ার মধ্যে কোনো সার্থকতা আছে বলে মনে করা যথার্থ নয়। যে কোনো শিক্ষার সফল বাস্তবায়ন ঘটাতে হলে, অর্থাৎ শিক্ষার সুফল ভোগ করতে হলে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাব্যবস্থাকে জোরদার করা জরুরি। আদিকাল থেকেই শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিয়ে আসছেন। দৃশ্যমান সার্বিক পরিস্থিতি সাপেক্ষে নৈতিক শিক্ষাদানকে আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। তাছাড়া মোবাইল ফোন, ইন্টারনেট, মাদকসহ নানা কিছুর কুপ্রভাব থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদানে শিক্ষকসমাজের আরও অগ্রণী ভূমিকা পালন করা উচিত বলে মনে করি। বিস্তারিত ইত্তেফাকে