তিন যুগ যাবৎ দেশের স্বনামধন্য সংবাদ মাধ্যমে সাংবাদিকতায় সুনাম অর্জন করে চলেছেন খান লিটন। তারমতো সিনিয়র একজন সাংবাদিকের প্রতি আইনী নোটিশ বিশ্ব সাংবাদিকতার প্রতি চরম অবমাননাকর বলে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবারসহ দেশ বিদেশের অসংখ্য সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে উকিল নোটিশ পাঠানো স্বাধীন সাংবাদিকতার অন্তরায় যা কোনো আইন আদালত আর জনতার কাম্য নয়।
জার্মান বাংলা প্রেসক্লাব সূত্রে জানা যায় যে, একটি সংবাদকে কেন্দ্র করে জার্মানির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক জার্মান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা খান লিটনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
অনতিবিলম্বে উক্ত উকিল নোটিশ প্রত্যাহার করে অগণিত সাংবাদিকদের শান্ত ও স্বাভাবিক অবস্থানে ফিরে যেতে দাওয়ার আহবান জানান হয়েছে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে।