প্রথম দর্শনেই যাকে দেখে সবাই বলে- হ্যান্ডসাম এন্ড লুক্যাটিভ এপিয়ারেন্স। বাচন ভঙ্গি আর চাহনিতে চমৎকার দ্যুতি ছড়ায় সারাক্ষণ। যেখানেই যায় সকলের নজর কাড়ে যে লোকটি সেই এবিএম সেলিম। সাত সকালে সে শরীর চর্চায় ছুটে চলে চন্দ্রিমা উদ্যানে। জিয়ার মাজার সংলগ্নে সমবেত হয় শিশু, কিশোর, তরুণ, তরুণীসহ বিভিন্ন বয়সী সচেতন নাগরিক মহল। আর সেলিম তাদের মধ্যমণি।
২০০৬ সালের শিশির ভেজা এক সকালে আমিও মিলিত হলাম হ্যান্ডসামদের সাথে। নিজেকে হারাতে হল নৈসর্গিক নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে। (লেখা চলবে)