আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। বিশেষ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে বিশ্বের প্রায়সব দেশে। দেশে দেশে যখন তাদের জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠায় কে কতটা সাফল্য অর্জন করেছেন; তা বিচার বিশ্লেষণ করছেন তখন রাজধানী ঢাকায় অন্তত ২০ হাজার পুলিশ ও র্যাবের সশস্ত্র সতর্ক পাহারা বসানো হয়েছে। বিএনপির গণসমাবেশস্থলসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে র্যাবের হেলিকপ্টার। শনিবার বেলা ১১টা থেকে একটি হেলিকপ্টার টহল শুরু করেছে। তাদের সহযোগিতা করতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি অন্তত পাঁচ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর প্রবেশপথসহ প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র্যাব ও পুলিশ। –বাংলাদেশপ্রতিদিন ও কালেরকন্ঠ
কয়েক দিন ধরে এ সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সাধারণ মানুষের মনেও রয়েছে শঙ্কা। আজ শনিবার সকাল থেকেই রাজধানীর রাস্তাঘাট ফাঁকা। সড়কে যানবাহনের সংখ্যা কম। পথচারী ও যাত্রীর উপস্থিতিও হাতে গোনা। প্রতিটি সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। –প্রথমআলো
দেশে মানবাধিকার নিশ্চিত করতে সরকারের কাছে ১৩ দফা দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় আসক। এর মধ্যে দেশে সুস্থ রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার মাধ্যমে নাগরিকদের অধিকার ভোগের পরিবেশ তৈরি, নাগরিকের সমবেত হওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার যথাযথভাবে চর্চা করার পরিবেশ তৈরি অন্যতম। এ ছাড়া সব বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন এবং গণমাধ্যম ও নাগরিকদের মতপ্রকাশের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো হয়। –প্রথমআলো
দিনমজুরদের হাটে পুরুষ শ্রমিকের পাশাপাশি কাজের আশায় এসেছেন নারী শ্রমিকেরাও। কাজের সন্ধানের এসেছিলেন আলপনা আকতার। পরিবার নিয়ে তিনি থাকেন ঢাকা উদ্যান এলাকায়। আলপনা বলেন, ‘সমাবেশ না কি জানি হবে। তার সঙ্গে আমাদের তো কোনো লেনাদেনা নাই। দিন আনি দিন খাই, ঘরে বাজার নাই। কিন্তু আমি তো কাজ পেলাম না।’ –প্রথমআলো
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বাসিন্দা আফজাল হোসেন ঢাকার বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিন বাড়ি থেকে এসে অফিস করেন তিনি। আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে দেখেন সড়কে কোনো গণপরিবহন চলছে না। নিরুপায় হয়ে হাঁটা শুরু করেন। আফজাল হোসেন বলেন, ‘রাস্তায় বের হইয়া মনে হইতাছে দেশে হরতাল চলতাছে। দেখি রিকশা বা অটো দিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়, তা না হলে হয়ত হেঁটেই যেতে হবে।’ বিস্তারিত প্রথমআলো
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক আবস্থানে থাকা নেতাকর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে যুবলীগ। ২০০০ মানুষের জন্য খিচুড়ির রান্না করা হচ্ছে। –বাংলাদেশপ্রতিদিন
রাজধানীর বিভিন্ন রাজপথ এবং অলিগলি নিজেদের দখলে রেখেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। –বাংলাদেশপ্রতিদিন
বিবাদমান রাজনৈতিক দলগুলো আরো সহিংসতায় জড়িয়ে পড়ার আগেই দেশের সচেতন নাগরিক, শিক্ষাবিদ, আইনজীবি, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ সকল বুদ্ধিজীবিদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানিয়েছেন সংগ্রহ বার্তা সম্পাদক। সকল দলের সমন্বয়ে সুশাসনে সহায়তার লক্ষ্যে বুদ্ধিজীবিদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ে দাবি।