আজ মানুষে মানুষে একি দ্বন্দ
অনুরাগের আখি কেন অন্ধ
স্বার্থটা বড় জেনে লাভ কি
ভোগে নয়; ত্যাগেই আনন্দ।।
ফুলতো ফোটেনা তার জন্য
নিজেকে বিলিয়ে হয় ধন্য
সবার তরে আজ সবাই হয়ে
জীবন করনা অনন্য
বিলিয়ে সবায় স্বাচ্ছন্দ।।
এ জীবন কতকাল থাকবে
স্মৃতি তোমাকে ধরে রাখবে
সবাকে আপন করে লওনা
অগোচরে যে তোমাকে ডাকবে
জানিওনা কারো কভু মন্দ।।
১৯৯২ সালে মাসুম বিল্লাহর লেখা