ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক লিখেছেন, ‘গতকাল (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা ঘটল, তারপর থেকে স্তম্ভিত হয়ে আছি। একটা (অ) মানুষ কীভাবে গাড়িচাপা দেওয়া বডিকে এত দূর টেনে নিয়ে যেতে পারে?
ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান ফেসবুকে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন হিসেবে আমি লজ্জিত যে এই বিশ্ববিদ্যালয়ের এক চাকরিচ্যুত শিক্ষকের প্রাইভেট কারের নিচে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকাতেই একজন নিহত হয়েছেন। গাড়িচালক ওই শিক্ষকের আচরণ ও কর্মকাণ্ড ভয়াবহ ও চরম নিন্দনীয়। এ হত্যার সুষ্ঠু বিচার চাই। ক্যাম্পাসের ভেতরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিরাপদ ক্যাম্পাস আমাদের সকলের দাবি।’ –আজকেরপত্রিকা