রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আশপাশের জেলার রাজশাহীগামী সকল গাড়ী ও মাইক্রোবাস থামিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ সহকারী পুলিশ কমিশনারদের নিটক জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি। ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয় পর্যবেক্ষণ করছেন, তাই তাদের সঙ্গে কথা বলতে বলেন তিনি। –আমাদেরসময়
সোনাতলার পাকুল্যা ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম (৮০) বলেন, ‘পথে পথে বাস আটকে পুলিশ নজিরবিহীন হয়রানি করেছে। পুলিশ বাস আটকে দিয়েছে। নেতা-কর্মীদের আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেছে। প্রতিবাদে কখনো স্লোগান দিয়েছি, কখনো রাস্তায় শুয়ে পড়েছি। শেষে পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছেছি। হয়রানি, দুর্ভোগ ও ভোগান্তিতে সাড়ে চার ঘণ্টার যাত্রাপথে সময় লেগেছে ১২ ঘণ্টা।’ –প্রথমআলো