বিজয়ানন্দে ফেটে না পড়ে এবারেও কাতারের সুসজ্জিত স্টেডিয়ামে দর্শকদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করল জাপানিরা। বিশ্ব মিডিয়ার সামনে ময়লা-আবর্জনায় হাত দিয়ে জাপানিরা নিন্দিত নাকি নন্দিত হচ্ছেন?
আসলে বিশ্ব পরিচ্ছন্নতার বিশেষ অবদান রেখে চলেছেন। আমাদের শুধু রাজধানীর ২ সিটি কর্পোরেশনেই নয়; প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে জাইকা নামক জাপানি দাতা সংস্থা কাজ করে যাচ্ছে। বিশ্বের প্রায় সব দেশের রাস্তায় দেখা মেলে জাপানের তৈরি বর্জ্যবাহন গাড়ি আর প্রায় গৃহে দেখা যায় কার্পেট ওয়াস মেশিনসহ স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণ সহায়ক ছোট বড় যন্ত্রপাতি। কতশত যন্ত্রপাতি উদ্ভাবনের পরেও নিজেদের হাত দিয়ে বিশ্ববাসিকে দেখিয়ে দিচ্ছে আমাদের পৃথিবীকে আমাদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে।
২০১৮ সালের কৃতী স্মৃতি করে রাখছিল বিবিসি আর ২০২২ এর কথা তুলে ধরছে ইত্তেফাক আর জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি জাপানিদের জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন।