১২ বছরের শিশু হিজবুল্লাহ আব্বাসকে দুরন্তপনার জন্য বকা দিয়েছিলেন প্রতিবেশী তিন বছরের শিশু সুমাইয়ার বাবা মিলন খান। সেই আক্রোশে সুমাইয়াকে মোবাইল ফোন চার্জারের তার জড়িয়ে শ্বাসরোধে হত্যা করেছে হিজবুল্লাহ আব্বাস।
বুধবার সন্ধ্যার পর হিজবুল্লাদের বাড়ি থেকে সুমাইয়া মাহী নামের তিন বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছেন রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। বিস্তারিত যুগান্তরে ও বাংলাদেশপ্রতিদিনে
ধৈর্য ও সহিষ্ণুতার মত মহৎগুণ থাকাতো দূরের কথা- সাধারণ বিবেচনা বুদ্ধিও হারাতে বসছে নতুন প্রজন্ম। ফলে কিশোর অপরাধ প্রবণতায় ভবিষ্যত বাংলাদেশকে নিয়ে ভীষণ ভাবনায় পড়েছেন বিজ্ঞমহল। কেউ কেউ মানবিক বাংলাদেশ গড়ার বক্তব্য দিলেও দেশ কতটা পাশবিকতার দিকে ধাবিত হচ্ছে; তা শুধু আজকের একটি সংবাদ পর্যবেক্ষণ থেকেই উঠে আসেনি; বরং প্রতিদিনের অগণিত নৃশংসতার খবরে জাতিকে জানান দিচ্ছে আগামীর বাংলার পরিস্থিতির ভয়াবহতা।
মানবিক বাংলাদেশ গড়ার নানা পরিকল্পনা নিয়ে ২০০৯এ প্রতিষ্ঠিত জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি (ন্যাশনাল নিউজ কালেকশন ফাউন্ডেশন) হাটি হাটি পা পা করে আগাচ্ছে। জাতীয় কল্যাণে গৃহীত সময়োপযোগি পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। বিশেষভাবে স্কুলভিত্তিক “এটিকেট্স এন্ড ম্যানার ডেভেলপমেন্ট প্রোগ্রাম-ইএমডিপি” পরিচালনায় সরকারি সহযোগিতা পেলে দেশ থেকে কিশোর অপরাধ অনেকাংশে কমে যাবে বলে দৃঢ়তা ব্যক্ত করেন ন্যাশনাল নিউজ কালেকশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুম বিল্লাহ।