বঙ্গোপসাগর কুলে ৫৫ হাজার বর্গ মাইলের জনপদের শুধু প্রতিকুল পরিস্থিতির প্রতিচ্ছবিই নয়; বরং অনুকুল পরিস্থিতির প্রতিচ্ছবিও প্রতিনিয়ত প্রথম আলোয় ভেসে উঠছে সকলের মাঝে। এযেন ভোরের সূর্য তার দীপ্ত আলোয় ভূবন ভরিয়ে দেওয়ার নিত্যপ্রক্রিয়া।
৭১এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের উন্নয়নের অন্তরায় দিকগুলো বেশি প্রধান্য পায় প্রথম আলোয়। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান, সংঘ-সংস্থা এমনকি কখনো ক্ষমতাসীন দলেরও প্রতিপক্ষ বলে মনে হয়। আসলে দেশবরেণ্য গুণীজনদের জ্ঞানগর্ভ আলোচনা সমালোচনা প্রথম আলোয় প্রকাশ পায় বলেই এমনটা অনুমেয়।
দেশভাগের পূর্ব থেকে প্রকাশিত হয়ে আসা জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় যখন একঘেয়েমিতে তথ্যচাহিদা পূরণে কিছুটা ব্যত্যয় ঘটছিল ঠিক তখনই দেশের সাংবাদিকতায় নতুন মাত্রা যুক্ত করেছিল যে পত্রিকাটি; তার নাম প্রথম আলো। কোনোকালেই শেষ আলো হবেনা প্রিয় প্রথম আলো। সকালের শুভ্রতায় সমুজ্জ্বল সোনালী আভায় এদেশের সচেতন নাগরিকগণ চোখ মেলেই দেখেন প্রথম আলো।
আজ ৪ নভেম্বর প্রথম আলোর শুভ জন্মদিন। প্রথম আলোর শুভজন্মদিনের শুভেচ্ছায় জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবার জানাচ্ছে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সুযোগ্য সম্পাদকসহ প্রথম আলো পরিবারের সকল সদস্যদের জন্য শুভকামনা চিরন্তর। যদ্দিন বিশ্বে বাংলা ভাষা রবে ততদিন রবে প্রথম আলো সেই প্রত্যাশা এনএনসির।