ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে, ট্রলার ডুবে ও পানিতে ডুবে ১৬ জেলায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় একই পরিবারের তিনজন, ভোলায় পাঁচজন, সিরাজগঞ্জে দুজন, গোপালগঞ্জ দুজন, চট্টগ্রামে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন, কক্সবাজার দুজন, মুন্সিগঞ্জে দুজন এবং বরগুনা, শরীয়তপুর, নোয়াখালী, গাজীপুর, ঢাকা, পটুয়াখালী ও নড়াইল একজন করে মারা গেছেন। বিস্তারিত আজকেরপত্রিকায়
গত সোমবার রাতে উপকূলে আঘাত হানার পর ক্রমেই শক্তি হারিয়ে গতকাল মঙ্গলবার সেটি প্রথমে নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হয়েছে। কার্তিক মাসের এ ঘূর্ণিঝড়টি যতটা তাণ্ডব চালাবে বলে মনে করা হচ্ছিল শেষ পর্যন্ত ততটা হয়নি। তারপরও দেশের অন্তত ১৫ জেলায় সিত্রাংয়ের কারণে ৩৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। –দেশরূপান্তর
সিত্রাংয়ে মৃত্যু হয়েছে চট্টগ্রামে ১০, ভোলায় ৫, টাঙ্গাইলে ৪, কুমিল্লায় ৩, মুন্সীগঞ্জে ২, গোপালগঞ্জে ২, ব্রাহ্মণবাড়িয়ায় ২, খুলনায় ১, শরীয়তপুরে ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ১, নড়াইলে ১, নোয়াখালীতে ১, কক্সবাজারে ১ ও ঢাকায় ১ জনের। –বাংলাদেশপ্রতিদিন