প্রতি শতাব্দিতে বিশ্ব
নতুন রূপে সাজে,
মানবজীবন ফুরিয়ে যায়
এক শতাব্দির মাঝে।
খানিকক্ষণে ক্ষান্ত হয়
মানবমনের আশা
এরই মাঝে মান অভিমান
ঘৃণা–ভালবাসা।
এরই মাঝে দ্বন্দ–বিবাদ
পক্ষ–প্রতিপক্ষের
সমঝোতায় পৌঁছাতে দেয়
অতি নিকটে লক্ষ্যের।
বন্দি যেন না হয় বন্ধু
কষ্ট বইয়ের পাতায়
অসমাপ্ত আত্মজীবন
প্রজন্মকে কাঁদায়।
–মাসুম বিল্লাহ: 14:10:2021