ঝালকাঠি শহরের টিনের আড়ৎদার নয়ন তালুকদারের বিরুদ্ধে গত রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার কথা বলে গত ১২ জানুয়ারি রোববার রাত ১১টায় তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে বেতাগীর ফুলতলা গ্রামের মৃত আ. মজিদ খানের কন্যা লাকী আক্তার মামলাটি দায়ের করেছে। -একুশে.টিভি
ঝালকাঠিতে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে হাত-পা ভেঙে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার দুপুর ১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাদলকাঠি গ্রামের বারেক হাওলাদারের বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এই ঘটনা ঘটে। -আজকালের খবর
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন কাঁঠালিয়া উপজেলা শাখার এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা ভোগ করে গত এক বছর আগে বাড়িতে আসেন। সাজা খেটে আসার পরে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো। -বাংলাদেশ প্রতিদিন
শিক্ষায় দেশের শীর্ষাবস্থানে অধিষ্ঠিত জেলা ঝালকাঠিতে দিনদিন অপরাধের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আজকের সংগ্রহ বার্তায় ঝালকাঠি জেলার ৩টি সংবাদ পাঠ ও পর্যালোচনায় সংগ্রহ বার্তা সম্পাদক জানান, দেশের প্রবীণ রাজনীতিবিদ সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের শীর্ষ রাজনৈতিক দলের সমন্বয় করতে গিয়ে নিজের জন্মভূমি ছোট্ট একটি জেলা ঝালকাঠির যোগ্য নেতা-নেত্রী, আইনজীবি, বুদ্ধিজীবি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বয়ের কথা ভুলে গেছেন। ফলে জ্যোতির্ময় ঝালকাঠি অন্যায়ের তিমিরে তলিয়ে যাচ্ছে। এখনো সময় আছে এজেলার হৃত গৌরব ফিরিয়ে আনার। প্রয়োজন দক্ষিণ বাংলার অহঙ্কার বর্ষীয়ান নেতার আহবানে এজেলার উন্নয়নকামী নাগরিকদের সম্মেলন। না হয় তিনি তার চোখেই দেখে যেতে পারবেন কতটা বিভৎস সংবাদচিত্রে ফুটে উঠেছে তার ঝালকাঠি। কতটা ভয়ঙ্কর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ঝালকাঠির প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম।
ঝালকাঠির কাঠালিয়ার উপজেলার আদর্শ গ্রাম চিংড়াখালীতে ৫২ মৌজার খলিফা আব্দুজ জব্বার মিঞাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার এলাকা থেকে আসা খুনের খবরে চিন্তাশীলদের আরো ভাবিয়ে তুলেছে। কেবল আলেম সমাজেই নয়; সাধারণের মুখেও আতঙ্কের ছাপ পরিলক্ষিত। বৃটিশ শাসনামলেও ৫২ মৌজার জনপদে যিনি ন্যায়ের মশাল উচিয়ে রেখেছিলেন। তার জন্মস্থান ও গোরস্থানের সন্নিকটেই সংঘটিত খুনের খবর জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হলে দেশ ও দেশের বাইরে থেকে আব্দুজ জব্বার মিঞাজী রহমাতুল্লাহ আলাইহির অগণিত গুণগ্রাহী ছাড়াও অসংখ্য সাধারণের কাছ থেকে দুঃখজনক প্রতিক্রিয়া শোনা যায়। শুধু এই গ্রামেই নয়; কাঠালিয়ার প্রতিটি গ্রামের ঘরে ঘরে অমিমাংসিত বিবাদ যেন অগ্নিষ্ফুলিঙ্গে পরিণত হয়েছে। দেশের ঝুকিপূর্ণ স্থানে পরিণত হওয়ার আগেই ঝালকাঠি জেলার উন্নয়নকামীদের কি কিছু করণীয় নেই? প্রশ্ন জনমনে।